প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন এর মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক

স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় পরিবেশ মন্ত্রী জানান, শোকবার্তায় পরিবেশ মন্ত্রী জানান, অর্ধ শতাধিক উপন্যাসের রচয়িতা এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের মা রাবেয়া খাতুন শিক্ষকতা করেছেন, সাংবাদিকতাও করেছেন, ছিলেন বা়ংলা একাডেমীর পর্ষদ সদস্য। সাহিত্যে অবদানে স্বীকৃতি হিসেবে ১৯৯৩সালে একুশে পদক ও ২০১৭ সালে স্বাধীনতা পদক পুরস্কার লাভ করেন। বিভিন্ন গুনের অধিকারী মহিয়সী নারীর মৃত্যতে সাহিত্য জগতের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে