শিরোনাম

South east bank ad

ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে শিল্প প্রতিমন্ত্রীর শোক

 প্রকাশ: ২৪ অক্টোবর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   মৃত্যুবার্ষিকী

সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি।
আজ এক শোক বার্তায় শিল্প প্রতিমন্ত্রী বলেন, ব্যারিস্টার রফিক-উল হক একজন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ আইনজীবী হিসেবে সুপরিচিত ছিলেন। অকুতোভয় এই আইনজীবী আজীবন সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করেছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনি বিষয়ে তাঁর মূল্যবান পরামর্শ সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করেছে। আইন পেশায় তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ব্যারিস্টার রফিক-উল হক শুধু একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন না, বরং একজন দানশীল ব্যক্তি ও সমাজসেবকও ছিলেন। একাধিক হাসপাতাল, এতিমখানা, মসজিদ ও মেডিকেল কলেজ স্থাপন করে তিনি মানবসেবার অনন্য নজির রাখেন ।
শিল্প প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

BBS cable ad

মৃত্যুবার্ষিকী এর আরও খবর: