প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে শিল্পমন্ত্রীর শোক
প্রবীণ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক- উলহকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।
আজ এক শোকবার্তায় শিল্পমন্ত্রী বলেন, "ব্যারিস্টার রফিক উল হক ছিলেন এদেশের আইন অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র। গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তি রক্ষায় একজন অকুতোভয় আইনজীবী হিসেবে তিনি আজীবন সাহসী ভূমিকা পালন করেছেন। দেশের ক্রান্তিকালে অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনি বিষয়ে তাঁর মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করেছে। আইন পেশার পাশাপাশি একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে তাঁর অসামান্য অবদান ও ত্যাগের দৃষ্টান্ত জাতি চিরকাল গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। বিজ্ঞ এই আইনজীবীর মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো" ।
শিল্পমন্ত্রী ব্যারিস্টার রফিক উল হক এর রুহের মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।