মুক্তিযুদ্ধের ৮নং সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ
মহান মুক্তিযুদ্ধের ৮নং সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি।
আজ এক শোক বার্তায় বাণিজ্যমন্ত্রী বলেন, আবু ওসমান চৌধুরী ছিলেন একজন সত্যিকারের দেশ প্রেমিক । দেশের মহান মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তার মৃত্যু এদেশের জন্য অপূরণীয় ক্ষতি।
বাণিজ্যমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ।