প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনের পিতার মৃত্যুতে শিল্পমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনের পিতা ও মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি ।
আজ এক শোক বার্তায় শিল্পমন্ত্রী মরহুম মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খানের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মিয়াজ উদ্দিন খান মাদারীপুর জেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান ছিলেন। তিনি একবার বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন। এছাড়া, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান।