শিরোনাম

South east bank ad

করোনায় ইউসিবি’র পরিচালকের মৃত্যু, ইউসিবি পরিবার শোক প্রকাশ করেছে

 প্রকাশ: ১৮ জুন ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   মৃত্যুবার্ষিকী

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) পরিচালক ও ইউসিবির রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্য ফরিদ উদ্দিন আহমেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইউসিবি পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পর্ষদ ও ইউসিবি পরিবার তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন। ফরিদ উদ্দিন আহমেদ ১৯৬৯ সালে প্রখ্যাত বহুজাতিক ঔষুধ শিল্প সংস্থা গ্ল্যাক্সোস্মিথক্লাইনে কস্ট ও ম্যানেজমেন্ট এ্যাকাউন্ট্যান্ট হিসাবে যোগদান করেন। গ্ল্যাক্সোস্মিথক্লাইনে ৩৯ বছরের কর্মজীবনে ফরিদ এ্যাকাউন্টস বিভাগ, ইন্টারনাল অডিট বিভাগ এবং সাপ্লাই চেইন বিভাগের প্রধান হিসাবে দায়িত্বরত ছিলেন। এছাড়া, তিনি প্রায় দুই দশক আইসিএমএবি এর কোর্স প্রশিক্ষক এবং দুই মেয়াদে আইসিএমএবি চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এ্যাকাউন্টিং এ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ফরিদ উদ্দিন আহমেদ ১৯৪৮ সালের ফেব্রুয়ারীতে চট্টগ্রামে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। তিনি ১ কন্যা, ১ পুত্র এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
BBS cable ad

মৃত্যুবার্ষিকী এর আরও খবর: