সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের মৃত্যুতে পুলিশের শোক
ঢাকার শেরেবাংলা নগরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তায় সেনাবাহিনীর কনভয় ট্রাক উল্টে এক সেনাসদস্য নিহত এবং ২১ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ পুলিশ। শুক্রবার পুলিশ সদরদপ্তরের এক শোক বার্তায় এ কথা জানানো হয়।
বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর সদস্যদের বহনকারী তিনটন ওজন বহনে সক্ষম ট্রাকটি উল্টোদিক থেকে আসা একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। ট্রাকটি সড়ক বিভাজনের ওপর উঠে গেলে তা উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। ট্রাকটি সাভার সেনানিবাস থেকে মুন্সীগঞ্জের জাজিরায় যাচ্ছিলো।
শোকবার্তায় বলা হয়,‘করোনা ভাইরাসের বিস্তাররোধে যখন বাংলাদেশ পুলিশের সাথে যুথবদ্ধভাবে লড়াই করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠান তখন এ অনাকাঙ্ক্ষিত মৃত্যু ও হতাহতের ঘটনা বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যকে অত্যন্ত ব্যথিত করেছে।’
শোকবার্তায় নিহত সেনাসদস্যের রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানায় পুলিশ। সেই সঙ্গে আহত সেনা সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।