মোয়াজ্জেম হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

শিষ্ট পাটব্যবসায়ী ও মেফেয়ার অ্যান্ড ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম মোয়াজ্জেম হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ (শনিবার)।
একজন সফল পাটব্যবসায়ী হিসাবে দেশে ও বিদেশে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন তিনি। বাংলাদেশ জুট এসোসিয়েশনের (বিজিএ) সক্রিয় মেম্বার হিসাবে এবং মেফেয়ার অ্যান্ড ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের কর্ণধার হিসেবে ৪০ বছর (১৯৬২-২০০২) ধরে পাটশিল্পের উন্নয়নে ব্যাপক অবদান রাখেন সফল এ ব্যবসায়ী।
তিনি বাংলাদেশে উৎপাদিত কাঁচা পাট এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে রফতানির মাধ্যমে পাট ব্যবসায় স্বর্ণযুগ এনে দিয়েছিলেন। যার ফলে এ শিল্প থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হয় দেশ।
সমাজসেবক হিসেবেও তিনি বিশেষ অবদান রাখেন। তিনি ঢাকা ক্লাব লিমিটেডের স্থায়ী সদস্য ছিলেন।
তার আত্মার মাগফিরাতে পরিবার, আত্মীয়-স্বজন ও কোম্পানির পক্ষ থেকে সকলের দোয়া কামনা করা হয়।