করোনায় ওয়ান সিকিউরিটিজের কর্মকর্তার মৃত্যু

করোনা ভাইরাসের কারণে সঞ্জীব কুমার সাহা নামে ওয়ান সিকিউরিটিজের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি প্রতিষ্ঠানটিতে অ্যাকাউন্টস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ওয়ান সিকিউরিটিজ সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে সঞ্জীবের করোনা শনাক্ত হয়। শুরুতে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। পরশু হঠাৎ অবস্থার অবনতি হলে তাকে মগবাজারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার ৯টার দিকে মারা যান তিনি। মৃত্যু কালে তিনি স্ত্রী ও দেড় বছর বয়সী এক কন্যা শিশু রেখে গেছেন।
সঞ্জীব ওয়ান সিকিউরিটিজে যোগ দেওয়ার আগে শেলটেক ব্রোকারেজে চাকরি করেছেন। তিনি ক্যারিয়ার শুরু করেছেন বিডি ফাইন্যান্স সিকিউরিটিজ এর মাধ্যমে।