শিরোনাম

South east bank ad

জয়নুল হক সিকদারের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   মৃত্যুবার্ষিকী

জয়নুল হক সিকদারের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও সিকদার গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা মরহুম জয়নুল হক সিকদারের দ্বিতীয় কুলখানি ও দোয়া মাহফিল বুধবার, ১৭ ফেব্রুয়ারি, বাদ জোহর শরিয়তপুরের মধুপুরে অনুষ্ঠিত হয়েছে। মধুপুরের ভেদরগঞ্জে অবস্থিত জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দেশের পশ্চাৎপদ জনপদ শরীয়তপুর অঞ্চলের মানুষের মাঝে উচ্চ শিক্ষার আলো ছড়িয়ে দিতে জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার তাঁর নিজ জেলা শরীয়তপুরের ভেদরগঞ্জ থানাধীন মধুপুর গ্রামে ২০১২ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

এসময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে মরহুমকে স্মরণ করেন। দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা মরহুম জয়নুল হক সিকদারের পরিবারের সদস্যবৃন্দ ছাড়াও জেলার বীর মুক্তিযোদ্ধারা, রাজনৈতিক নেতা-কর্মীবৃন্দ, শুভাকাক্সক্ষী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সিকদার গ্রুপ অব কোম্পানিজ এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

এরআগে গতকাল ১৬ ফেব্রুয়ারি, বাদ মাগরিব রায়ের বাজারে অবস্থিত জেড. এইচ. সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা মরহুম জয়নুল হক সিকদারের প্রথম কুলখানি ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। দোয়া মাহফিলে পরিবারের সদস্যবৃন্দরা ছাড়াও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি, মতিয়া চৌধুরী এমপি, সাবের হোসেন চৌধুরী এমপি, মাহবুব-উল আলম হানিফ এমপি, সাদেক খান এমপি, হাসানুল হক ইনু এমপি, আসলামুল হক এমপি সহ বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বুধবার ১০ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ১২টা ৩০মিনিটে দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জয়নুল হক সিকদারের মৃত্যুতে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীসহ অসংখ্য মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। কিংবদন্তী এই মুক্তিযোদ্ধাকে ঢাকা এবং শরীয়তপুরে নামাজে জানাজার পূর্বে দুই দফা গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। রায়ের বাজারে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার প্রতিষ্ঠিত জেড. এইচ. সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে গত ১৪ ফেব্রুয়ারি, রোববার তাঁকে সমাহিত করা হয়।

BBS cable ad

মৃত্যুবার্ষিকী এর আরও খবর: