শিরোনাম

South east bank ad

সাংবাদিক ও প্রজন্ম ‘৭১ এর সাবেক সভাপতি শাহীন রেজা নূরের মৃত্যু

 প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   মৃত্যুবার্ষিকী

সাংবাদিক ও প্রজন্ম ‘৭১ এর সাবেক সভাপতি শাহীন রেজা নূরের মৃত্যু

শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন এর সন্তান, সাংবাদিক এবং প্রজন্ম ‘৭১ এর সাবেক সভাপতি শাহীন রেজা নূর মৃত্যুবরণ করেছেন।

শনিবার সকালে মৃত্যুবরণ করেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন প্রবাসী এই সাংবাদিক। গত ১১ ফেব্রুয়ারি তাকে কানাডার ভ্যাংকুভার শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বার্তায় শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণআন্দোলনে শাহীন রেজা নূরের ভূমিকা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শাহীন রেজা নূর ইত্তেফাকের সাবেক বার্তা ও কার্যনিবাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

BBS cable ad

মৃত্যুবার্ষিকী এর আরও খবর: