বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার এর মরদেহ ঢাকায় আনা হচ্ছে

বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার এর মরদেহ শুক্রবার ৩:২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে। সেখান থেকে তার মরদেহ ধানমন্ডির বাসভবনে নেয়া হবে। ১৩ ফেব্রুয়ারী ২০২১ শনিবার সকাল ১০:৩০ মিনিটে রায়ের বাজার জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতোলে প্রথম জানাযা হবে। জানাজা শেষে হেলিকপ্টারযোগে বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার এর মরদেহ নিজ এলাকা শরীয়তপুরের মধুপুরে নেয়া হবে। বাদ জোহর জানাজা শেষে তার বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।