শিরোনাম

South east bank ad

ডা. এবিএম আবদুল্লাহর স্ত্রীর মৃত্যু : শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   মৃত্যুবার্ষিকী

ডা. এবিএম আবদুল্লাহর স্ত্রীর মৃত্যু : শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, একুশে পদকপ্রাপ্ত ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর স্ত্রী মাহমুদা বেগম এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনাভাইরাস থেকে সেরে উঠলেও পরবর্তী স্বাস্থ্য জটিলতার মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর স্ত্রী মাহমুদা বেগম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক আবদুল্লাহ জানান, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ঢাকার গ্রিনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রীর মৃত্যু হয়।
গত ডিসেম্বরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই ওই হাসপাতালে ভর্তি ছিলেন মাহমুদা। তিনি তেজগাঁও কলেজের সমাজ কল্যাণ বিভাগের সাবেক অধ্যাপক।
ডা. আবদুল্লাহবলেন, “আমরা তো প্রস্তুতি নিচ্ছিলাম বাসায় নিয়ে আসার। এর মধ্যেই নতুন জটিলতা তৈরি হয়। নিউমোনিয়া হয়েছিল।”
গ্রিনলাই্ফ হাসপাতালের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ রেহানা আক্তার বলেন, “তিনি অনেকদিন ধরেই আমাদের এখানে ছিলেন। করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ার পর উনাকে কেবিনে নেওয়া হয়েছিল। কিন্তু অবস্থা আবার খারাপ হলে সেখান থেকে এইচডিইউতে, পরে আইসিইউতে নেওয়া হয়।”
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে গত ১৫ ডিসেম্বর গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবিএম আবদুল্লাহ। দুদিন পর তার স্ত্রীও সংক্রমণ ধরা পড়ে। পরে তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়।
সেরে ওঠার পর ডিসেম্বরের শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরে যান আবদুল্লাহ। কিন্তু মাহমুদার আর ফেরা হল না।

BBS cable ad

মৃত্যুবার্ষিকী এর আরও খবর: