এনআরবিসি ব্যাংকের আমানত হিসাব ২০ লাখ ছাড়িয়েছে
এনআরবিসি ব্যাংক পিএলসির আমানত হিসাবের (অ্যাকাউন্ট) সংখ্যা ২০ লাখের মাইলফলক অতিক্রম করেছে। পাশাপাশি গ্রাহকদের জমাকৃত আমানতের পরিমাণও বেড়েছে। এ মাইলফলক অর্জন উদযাপন করতে সম্প্রতি হাইব্রিড পদ্ধতিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের এমডি ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মোহাম্মদ আব্দুল কাইয়ুম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অনলাইন প্লাটফর্মে শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা অংশ নেন। এ সময় জানানো হয়, ২০২৫ সালের ডিসেম্বর শেষে আমানত হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ২৭৪টিতে, যা ২০২৪ সালের ডিসেম্বরে ছিল ১৬ লাখ ৩৩ হাজার ১৪১টি। অর্থাৎ একবছরের ব্যবধানে বেড়েছে ৪ লাখ ৩ হাজার ১৩৩টি বা ২৪ শতাংশ।


