শিরোনাম

South east bank ad

ব্যাংক এশিয়ার উদ্যোগে সিলেটে এসএমই উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ

 প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ব্যাংক এশিয়ার উদ্যোগে সিলেটে এসএমই উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ

বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (এসএমই) উদ্যোক্তাদের জন্য সিলেটে মাসব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক (সিলেট অফিস) খালেদ আহমদ প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি প্রকল্পের প্রোগ্রাম ডিরেক্টর মো. নজরুল ইসলাম এবং ব্যাংক এশিয়ার হেড অব স্মল বিজনেস মোহাম্মদ সাইফুদ্দৌলা। সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়ার সিলেট ও ইস্ট জোনাল হেড মো নাজমুস সাকিব।

উল্লেখ্য, নতুন উদ্যোক্তাদের ব্যবসায়িক জ্ঞান ও ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: