লাফার্জহোলসিমের উদ্যোগে ইঞ্জিনিয়ারস সামিট
লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসির উদ্যোগে সিলেটে ‘ইঞ্জিনিয়ারস সামিট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি হোটেলে গতকাল এ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় দেশের ক্রমবর্ধমান দুর্যোগ সহনশীল অবকাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরতে একটি বিশেষ সেশনের আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক ড. রাকিব আহসান। এরপর একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্যানেলিস্ট হিসেবে ছিলেন শাবিপ্রবির অধ্যাপক ড. মুশতাক আহমদ ও স্থপতি সুব্রত দাস। মডারেটরের দায়িত্ব পালন করেন লাফার্জহোলসিমের হেড অব ইনোভেশন অ্যান্ড টেকনিক্যাল সার্ভিসেস ফখরুদ্দিন মোহাম্মদ খান। এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন লাফার্জহোলসিমের কমার্শিয়াল অ্যান্ড লজিস্টিকস ডিরেক্টর মোহাম্মদ মাহফুজুল হক।


