ইউসিবির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) পরিচালনা পর্ষদের এক সভা গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. তানভীর খান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. ইউসুফ আলী ও অডিট কমিটির চেয়ারম্যান ওবায়দুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ইউসিবির এমডি ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ এবং কোম্পানি সচিব তানভীর আহমেদ সিদ্দিকীসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।


