এনআরবি ব্যাংকের ১২তম এজিএম অনুষ্ঠিত
এনআরবি ব্যাংকের ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে হাইব্রিড পদ্ধতিতে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই। সভায় সশরীরে ও অনলাইন প্লাটফর্মে স্বতন্ত্র পরিচালক, উদ্যোক্তা ও শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন। এ সময় নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান একেএম মিজানুর রহমান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সেলিম এবং স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম ও এসকে মতিউর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এমডি ও সিইও তারেক রিয়াজ খান, এনআরবি ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান এম বদিউজ্জামান এবং ব্যাংকের কোম্পানি সচিব মো. রেজাউল করিম।


