শিরোনাম

South east bank ad

ইবিএল বাইক ট্যুরের দ্বিতীয় সংস্করণ উদ্বোধন

 প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ইবিএল বাইক ট্যুরের দ্বিতীয় সংস্করণ উদ্বোধন

দেশব্যাপী ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) বাইক ট্যুরের দ্বিতীয় সংস্করণ ‘ইবিএল মিশন বাংলাদেশ রিটার্নস’ শুরু হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার বাইকারদের হাতে মোটরবাইক নিরাপত্তা সরঞ্জাম তুলে দেন। অনুষ্ঠানে বাইকার দলের সদস্য সাদমান মোস্তফা, রাসেল হোসেন পাটোয়ারী, মিজানুর রহমান ও এএমএম আফসারুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন। জানা যায়, দেশে ৬৪টি জেলা ভ্রমণকালে বাইকাররা বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে জলবায়ু সহনশীলতা ও পরিবেশ সংরক্ষণে তিন হাজার গাছের চারা রোপণ, সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় বাইকিং কমিউনিটির সঙ্গে সমন্বয় এবং দেশের প্রাকৃতিক সৌন্দর্য ও অ্যাডভেঞ্চার ট্যুরিজমের সম্ভাবনা তুলে ধরে টেকসই পর্যটনকে উৎসাহিত করা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: