রেনাটা পিএলসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
রেনাটা পিএলসির ৫২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. সারওয়ার আলী। সভায় আরো যুক্ত ছিলেন কোম্পানির সিইও ও এমডি কায়সার কবির, পরিচালক জাহিদা ফিজ্জা কবির, সাজেদা ফারিছা কবির, মৃদুল চৌধুরী, তানিয়া তাজিন করিম, সাজেদা আমিন, ইজাজ আহম্মদ, কোম্পানি সচিব মো. জোবায়ের আলমসহ প্রতিষ্ঠানের স্টেটুটরি অডিটর, স্ক্রুটিনাইজার, শেয়ারহোল্ডার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।


