শিরোনাম

South east bank ad

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

 প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইস্টার্ন ব্যাংক পিএলসির ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে। বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৮৮তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশন সভায় ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন করা হয়। এর বৈশিষ্ট্য হলো আনসিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল ও ফ্লোটিং রেট। বন্ডটির কুপন রেট নির্ধারণ করা হয়েছে রেফারেন্স রেটের সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ মার্জিন। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তি, স্থা্নীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং বীমা কোম্পানিগুলোর কাছে বন্ডটি ইস্যু করা হবে, যার প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

উল্লেখ্য, এ বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ইস্টার্ন ব্যাংকের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে। বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি ও অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হবে।

একই কমিশন সভায় নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লসের বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের জন্য আরো সাত প্রতিষ্ঠানের সময়সীমা বাড়িয়েছে বিএসইসি। স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকগুলোর জমা দেয়া অ্যাকশন প্ল্যান পর্যালোচনার পর শর্তসাপেক্ষে তাদের সময়সীমা বাড়ানো হয়। প্রতিষ্ঠানগুলো হলো শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড, সিনথিয়া সিকিউরিটিজ লিমিটেড, মিকা সিকিউরিটিজ লিমিটেড, এমিনেন্ট সিকিউরিটিজ লিমিটেড, মেঘনা লাইফ সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বিডিবিএল সিকিউরিটিজ লিমিটেড ও এসআইএম ক্যাপিটাল লিমিটেড।

এর আগে একই শর্তে ৯৮৬তম সভায় ১১ প্রতিষ্ঠান, ৯৮৫তম সভায় আট প্রতিষ্ঠান ও ৯৮৪তম সভায় ২৮ প্রতিষ্ঠানের প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের সময়সীমা বাড়িয়েছে বিএসইসি। সব মিলিয়ে ৫৮টি প্রতিষ্ঠানের সময় বাড়ানো হয়েছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: