সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্টদের সঙ্গে প্রশাসক দলের মতবিনিময়
সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) প্রশাসক দল নিরবচ্ছিন্ন ব্যাংকিং অপারেশন নিশ্চিতের লক্ষ্যে এজেন্ট আউটলেটের দায়িত্বে থাকা এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভা করেছে। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জুম প্লাটফর্মের মাধ্যমে গতকাল এ বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও এসআইবিএলের প্রশাসক মো. সালাহ উদ্দীন। এ সময় সহযোগী প্রশাসকদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. রাশেদুল ইসলাম, হাম্মাদা আব্দুল আতি ও ড. মোহাম্মদ বজলুল করীম এবং যুগ্ম পরিচালক রওশন আক্তার। জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন এসআইবিএলের ডিএমডি মো. নাজমুস সায়াদাত।


