প্রাইম ব্যাংকের গ্রাহকরা বিওয়াইডির গাড়ি ক্রয়ে ঋণ নিলে পাবেন বিশেষ সুবিধা
এখন থেকে বিওয়াইডির গাড়ি ক্রয়ের জন্য ঋণ নিলে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংক পিএলসির গ্রাহকরা। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে বিওয়াইডি ফ্ল্যাগশিপ শোরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের ডিএমডি এম নাজিম এ চৌধুরী ও বিওয়াইডি বাংলাদেশের চেয়ারম্যান হাফিজুর রহমান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের এসইভিপি ও করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের এরিয়া হেড সাজিদ রহমান এবং বিওয়াইডি বাংলাদেশের পরিচালক প্রণয় কুমারসহ উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী, গাড়ি ক্রয়ের জন্য গ্রাহকরা প্রাইম ব্যাংক থেকে ‘কার লোন’ নিলে দেশে বিওয়াইডির অনুমোদিত পরিবেশক সিজি রানার বাংলাদেশ লিমিটেড থেকে বিশেষ সুবিধা পাবেন। এর মধ্যে ঋণের পরিমাণ ৩০-৪০ লাখ টাকা হলে অতিরিক্ত একটি ও ৪০-৬০ লাখ টাকা হলে অতিরিক্ত দুটি ফ্রি সার্ভিস সুবিধা।


