২ বিলিয়ন ডলার রেমিট্যান্স সংগ্রহের মাইলফলক অর্জন করল ব্র্যাক ব্যাংক
২০২৫ সালে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। চলতি বছর এরই মধ্যে ব্যাংকটির প্রবাসী আয় ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলার ছাড়িয়েছে।
রেমিট্যান্স মার্কেটে গত পাঁচ বছরে ব্র্যাক ব্যাংকের অবস্থান ১৭তম থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে, যা শক্তিশালী প্রবৃদ্ধি ও গ্রাহক আস্থার প্রতিফলন। ২০২০ সালে ব্যাংকটির প্রবাসী আয় ছিল মাত্র ৪২ কোটি ৭ লাখ ডলার, যা ২০২৪ সালে ১৬০ কোটি ৫ লাখ ডলারে পৌঁছায়।
রেমিট্যান্স সংগ্রহে ব্র্যাক ব্যাংকের কৌশলের কেন্দ্রে রয়েছে ডিজিটাল ট্রান্সফরমেশন, গ্রাহককেন্দ্রিক উদ্ভাবন এবং রেমিট্যান্স চ্যানেল সহজ ও শক্তিশালীকরণ।
ব্যাংকের ই-কেওয়াইসি-ভিত্তিক ইনস্ট্যান্ট গ্লোবাল অনবোর্ডিং সিস্টেম এ প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি। এছাড়া প্রবাসীদের জন্য চালু করা প্রবাসী ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্ট ব্র্যাক ব্যাংকের ডিজিটাল লিডারশিপকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
দেশে প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল পরিবারগুলোর জন্য ব্র্যাক ব্যাংক দুটি বিশেষ সেভিংস প্রডাক্ট চালু করেছে—প্রবাসী পরিবার সেভিংস অ্যাকাউন্ট ও তারা প্রবাসী পরিবার সেভিংস অ্যাকাউন্ট। প্রতিটি অ্যাকাউন্টেই রয়েছে আকর্ষণীয় সুদহার, মাসিক ভিত্তিতে সুদ প্রাপ্তি ও ইন্স্যুরেন্স কাভারেজ।
ব্র্যাক ব্যাংকের এমন সাফল্য সম্পর্কে এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘প্রবাসীদের কষ্টার্জিত অর্থ সহজ, নিরাপদ ও সুরক্ষিত চ্যানেলে সুবিধাভোগীদের হাতে পৌঁছে দেয়ার মাধ্যমে তাদের আর্থিক নিরাপত্তা শক্তিশালী করার ব্যাপারে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

