ন্যাশনাল ব্যাংক ও ডি-লোকালের মধ্যে রেমিট্যান্স সার্ভিসবিষয়ক চুক্তি
মাল্টাভিত্তিক ইলেকট্রনিক মানি ইনস্টিটিউশন ডি-লোকাল লিমিটেডের সঙ্গে রেমিট্যান্স সার্ভিস চুক্তি স্বাক্ষর করেছে ন্যাশনাল ব্যাংক পিএলসি। গত সোমবার ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। এ সময় উপস্থিত ছিলেন ডি-লোকালের কান্ট্রি ম্যানেজার (এপিএসি) শায়ন ত্রিপুরা, ন্যাশনাল ব্যাংকের এমডি আদিল চৌধুরী, ডিএমডি ইমরান আহমেদ, ডিএমডি ও সিএফও সৈয়দ জুবায়ের আহমেদ, ডিএমডি (ইনচার্জ) কাজী কামাল উদ্দিন আহমেদসহ অন্য কর্মকর্তারা। অনুষ্ঠানে ডি-লোকালের পক্ষে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সোফিয়া গুইসোলফি (ভিপি এপিএসি), এন্ডিকা আলোনসো (গ্লোবাল রেমিট্যান্স ভার্টিক্যাল লিড) ও ডেইবি অ্যান বোনিফাসিও (পেআউট স্পেশালিস্ট)।


