ব্যাংক এশিয়ায় মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে কর্মসূচি আয়োজিত
মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে সচেতনতার লক্ষ্যে পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের জন্য একটি কর্মসূচি আয়োজন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। গতকালের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ভারপ্রাপ্ত প্রধান মো. মফিজুর রহমান খান চৌধুরী। এতে অংশ নেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, ভাইস চেয়ারম্যান জাকিয়া রউফ চৌধুরী, বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট ও অডিট কমিটির চেয়ারম্যান ড. এমএ বাকী খলীলী ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের অন্য সদস্যরা।


