মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে বালিগাঁও শাখার কার্যক্রম শুরু করেছে রূপালী ব্যাংক
রূপালী ব্যাংক পিএলসি তার ৫৮৭তম শাখা হিসেবে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে বালিগাঁও শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে গতকাল নতুন শাখা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম। রূপালী ব্যাংকের বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তরের মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখ। এছাড়া সঞ্চালনায় ছিলেন ব্যাংকের নারায়ণগঞ্জ অঞ্চলের জোনাল ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন।


