এক্সিম ব্যাংকের প্যানেল আইনজীবীদের নিয়ে মতবিনিময় সভা
খেলাপি বিনিয়োগ আদায়ে অর্থঋণ আদালতে দায়ের করা মামলার সার্বিক অবস্থা পর্যালোচনার লক্ষ্যে প্যানেল আইনজীবীদের নিয়ে একটি মতবিনিময় সভা করেছে এক্সিম ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শওকাতুল আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের প্রশাসকের সহযোগী শেখ আহমেদ জামি, মো. রাইসুল ইসলাম ও মো. আব্দুল আওয়াল চৌধুরী এবং ব্যাংকের এএমডি আব্দুল আজিজ (জুম্মা), ডিএমডি মাকসুদা খানম ও মো. মইদুল ইসলাম।


