ট্রাস্ট ব্যাংক ও বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওয়ার্কের মধ্যে এমওইউ স্বাক্ষর
দেশে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওয়ার্ক (বিএএন) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ট্রাস্ট ব্যাংকের এসভিপি ও হেড অব এসএমই সাদাত আহমাদ খান এবং বিএএন সিইও আইভি হক রাসেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও মো. আহসান জামান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


