রুবেল আজিজ বনানী ক্লাবের সভাপতি পদেআবারও নির্বাচিত
নির্বাচন বোর্ড কর্তৃক ঘোষিত নির্বাচনের ফলাফল মোতাবেক রুবেল আজিজ ২০২৫-২০২৬ সালের জন্য বনানী ক্লাবের সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত ১০ সদস্য হলেন অনিক ঘোষ, নাজিয়া বরকত, মাকিন-উর-রশিদ (রসি), ফারজানা রওশন, সৈয়দ আহসানুল আপন, এসএম শামসুদ্দিন বাহার, মো: মনিরুল ইসলাম চৌধুরী, মো: ফারহানা জামান, মো: জাকারিয়া হাবিব ও মো: জাহাঙ্গীর আলম। বিজ্ঞপ্তি।


