জাতীয় এসএমই পণ্যমেলায় সোনালী ব্যাংকের অংশগ্রহণ
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আট দিনব্যাপী ১২তম জাতীয় এসএমই পণ্যমেলায় অংশ নিচ্ছে সোনালী ব্যাংক পিএলসি। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গতকাল এ মেলার উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খান ও জিএম কাজী মো. মফিজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তারা ফিতা কেটে ব্যাংকের নিজস্ব স্টল উদ্বোধন শেষে প্যাভিলিয়ন পরিদর্শন করেন। উল্লেখ্য, সোনালী ব্যাংকের স্টলে আগত গ্রাহক ও দর্শনার্থীদের মধ্য থেকে উদ্যোক্তা বাছাই এবং এসএমই ঋণ-সংক্রান্ত সব ধরনের তথ্য ও সেবা প্রদান করা হবে।


