ইস্টার্ন ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত
ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে শনিবার দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘ভেতর ও বাইরে ঝুঁকি সংস্কৃতির রূপান্তরকরণ’ শীর্ষক এ সম্মেলনে ইবিএলের ডিএমডি, বিভাগীয় প্রধান এবং জ্যেষ্ঠ নির্বাহী ও ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের পরিচালক এএনএম মঈনুল কাদের। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক (ডিওএস) সুরভী ঘোষ। ইবিএল এমডি আলী রেজা ইফতেখারের সভাপতিত্বে সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংকের এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাহদিয়ার রহমান। এ সময় ঝুঁকি-সংক্রান্ত বিভিন্ন দিক যেমন তারল্য, মার্কেট, পরিচালন ও ক্রেডিটসহ অন্যান্য বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়।


