টেলিযোগাযোগ খাতের তিন কোম্পানিরই আয় বেড়েছে
চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের তিন কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, গ্রামীণফোন লিমিটেড ও রবি আজিয়াটা পিএলসির আয় বেড়েছে। আয় বাড়লেও আলোচ্য প্রান্তিকে গ্রামীণফোনের নিট মুনাফা কমেছে। বাকি দুই কোম্পানির নিট মুনাফা বেড়েছে। কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ সাবমেরিন কেবলস: চলতি ২০২৫-২৬ হিসাব বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে (প্রথম প্রান্তিক) কোম্পানিটির আয় হয়েছে ১০৩ কোটি ৫৮ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৮ কোটি ৭৭ লাখ টাকা। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৩১ দশমিক ৫০ শতাংশ।
আয় বাড়ার পাশাপাশি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সাবমেরিন কেবলসের নিট মুনাফাও বেড়েছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৮ কোটি ৫৮ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৪৭ কোটি ৫৬ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৩৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৪ টাকা ৬৬ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বাংলাদেশ সাবমেরিন কেবলসের ইপিএস হয়েছে ৯ টাকা ৯৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ৭৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯০ টাকা ৯৯ পয়সায়।
গ্রামীণফোন: চলতি ২০২৫-২৬ হিসাব বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে (তৃতীয় প্রান্তিক) কোম্পানিটির আয় হয়েছে ৪ হাজার ৯ কোটি ৯৮ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ হাজার ৯৫৩ কোটি ৯১ লাখ টাকা। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ১ দশমিক ৪২ শতাংশ।
আয় বাড়লেও জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে গ্রামীণফোনের নিট মুনাফা কমেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭৫১ কোটি ৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৭৫৫ কোটি ৩৬ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৫৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৫৯ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৬ টাকা ৭২ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ৩৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে গ্রামীণফোনের পর্ষদ। এর মধ্যে ১৭০ শতাংশ চূড়ান্ত ও ১৬০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৬ টাকা ৮৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৪ টাকা ৪৯ পয়সা।
রবি: চলতি ২০২৫-২৬ হিসাব বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে (তৃতীয় প্রান্তিক) কোম্পানিটির আয় হয়েছে ২ হাজার ৫১১ কোটি ৪০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ হাজার ৪৭৪ কোটি ৩৫ লাখ টাকা। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ১ দশমিক ৫০ শতাংশ।
আয় বাড়ার পাশাপাশি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে রবির নিট মুনাফাও বেড়েছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৪২ কোটি ২৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৮৮ কোটি ৬৮ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২ টাকা ৭৭ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে রবি আজিয়াটার পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬১ পয়সা।


