ইডকল ও বাংলাদেশ চা সংসদের মধ্যে বৈঠক
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ও বাংলাদেশ চা সংসদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় বৃহত্তর সিলেট ও চট্টগ্রামের চা বাগানগুলোয় সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সম্প্রতি ঢাকায় চা সংসদের মহাখালী ডিওএইচএস কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান কামরান টি রহমান। এ সময় উপস্থিত ছিলেন ইডকলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরশেদ, নবায়নযোগ্য জ্বালানির প্রধান মো. এনামুল করিম পাভেল, নবায়নযোগ্য জ্বালানির টেকনিক্যাল ইউনিট প্রধান মোহাম্মদ ওয়াহিদুর রহমান এবং বাংলাদেশ চা সংসদের প্রতিনিধি ওয়াহিদুল হক, জিয়াউল আহসান, মুস্তাফিজুর রহমান ও ড. কাজী মুজাফফর আহমেদ।


