মার্কেন্টাইল ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং সচেতনতা প্রোগ্রাম অনুষ্ঠিত
মার্কেন্টাইল ব্যাংক পিএলসির অ্যান্টি মানি লন্ডারিং সচেতনতা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক একেএম গোলাম মাহমুদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএফআইইউর অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন ও যুগ্ম পরিচালক রাজীব হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এমএ খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রেজাউল কবির, পরিচালক এএসএম ফিরোজ আলম ও মোশাররফ হোসেন, স্বতন্ত্র পরিচালক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম, এমডি মতিউল হাসান এবং ডিএমডি ও ক্যামেলকো শামীম আহমেদ।


