আইএফআইসি ব্যাংকের উদ্যোগে বরিশালে আর্থিক সাক্ষরতাবিষয়ক কর্মশালা
আইএফআইসি ব্যাংক পিএলসির উদ্যোগে ‘তারুণ্য উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে বরিশালে আর্থিক সাক্ষরতাবিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আশিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ের নির্বাহী পরিচালক মধুসূদন বণিক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের বরিশাল কার্যালয়ের পরিচালক (সুপারভিশন) ইমতিয়াজ আহমদ মাসুম ও আইএফআইসি ব্যাংকের ব্র্যান্ডিং, কমিউনিকেশনস অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান খন্দকার আনোয়ার এহতেশাম। রিসোর্স পারসন হিসেবে ছিলেন আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা মো. সাইমুম রেজোয়ান।


