চট্টগ্রামে প্রিমিয়ার ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির চট্টগ্রাম অঞ্চলের ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর। সভায় আরো ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটি চেয়ারম্যান মো. ফোরকান হোসেন, স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নুরুল আলম, উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং বিভাগ প্রধান এসএম ওয়ালি উল মোর্শেদ, এসইভিপি ও রিকভারি বিভাগ প্রধান মো. আনোয়ার হোসেনসহ অন্যরা।


