এক্সিম ব্যাংকে বিনিয়োগ পুনরুদ্ধার সংক্রান্ত কর্মশালা

এক্সিম ব্যাংক পিএলসির বিভিন্ন শাখার বিনিয়োগ বিভাগের প্রধানদের অংশগ্রহণে বিনিয়োগ পুনরুদ্ধার সংক্রান্ত একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এক্সিম ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমিতে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) আব্দুল আজিজ জুম্মা। সভাপতিত্ব করেন ইভিপি ও ট্রেনিং একাডেমির অধ্যক্ষ কানু লাল কর্মকার। দিনব্যাপী এ কর্মশালায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক মহিউদ্দিন সিদ্দিক, ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলন ও সুপ্রিম কোর্টের আইনজীবী সজল চন্দ্র দেবসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা বক্তব্য দেন।