South east bank ad

প্রাইম ব্যাংক ও বাংলামার্ক মোটরটেকের মধ্যে চুক্তি

 প্রকাশ: ২১ অগাস্ট ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

প্রাইম ব্যাংক ও বাংলামার্ক মোটরটেকের মধ্যে চুক্তি

রাইম ব্যাংক পিএলসি ও বাংলামার্ক মোটরটেকের মধ্যে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মমুর আহমেদ এবং বাংলামার্ক মোটরটেকের নির্বাহী পরিচালক (প্রজেক্ট অ্যান্ড এক্সিকিউশন) ধীমান পাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অ্যাসেট সেলস আব্দুল্লাহ আল মামুন এবং বাংলামার্ক মোটরটেকের জিএম (সিঅ্যান্ডএ) ইফতেখার মাহবুব।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: