মিডল্যান্ড ব্যাংকের ব্লাইন্ড নচ ‘টাকাপে’ কার্ড উদ্বোধন

মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) গ্রাহকদের জন্য ব্লাইন্ড নচ ‘টাকাপে’ কার্ড চালু করেছে।
এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এমডি ও সিইও মো. আহসান-উজ জামান আনুষ্ঠানিকভাবে টাকাপে কার্ডের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মো. জাহিদ হোসেন, সিটিও নাজমুল হুদা সরকার, রিটেইল ডিস্ট্রিবিউশন প্রধান মো. রাশেদ আকতার ও কার্ডস প্রধান মো. আবেদ-উর-রহমান উপস্থিত ছিলেন। এ সময় বিশেষভাবে নকশাকৃত টাকাপে কার্ডের প্ল্যাকার্ড উন্মোচন করা হয়।