এনআরবি ব্যাংকের ‘এনআরবি নিশ্চয়তা এবং এনআরবি ইজি’ চালু

এনআরবি ব্যাংক পিএলসি সম্প্রতি ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই আনুষ্ঠানিকভাবে দুটি উদ্ভাবনী পণ্য এনআরবি নিশ্চয়তা এবং এনআরবি ইজি চালু করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান, উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন হাওলাদার, মো. আলী আকবর ফরাজী, আনোয়ার উদ্দিন এবং এম রাশিদুল হুদা, পাশাপাশি রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মো. রেজাউল শাহরিয়ার এবং শাখা ব্যাংকিং বিভাগের প্রধান মো. তৌফিকুল এ চৌধুরীকে সাথে নিয়ে, ব্যাংকের প্রধান প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পণ্যগুলি উদ্বোধন করেন।
এনআরবি নিশ্চয়তা একটি বিশেষভাবে ডিজাইন করা একটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট যা গ্রাহকদের ১ কোটি টাকা পর্যন্ত বিনামূল্যে জীবন বিমা কভারেজ প্রদান করে, যা একই সাথে আর্থিক নিরাপত্তা এবং আকর্ষণীয় রিটার্ন উভয়ই নিশ্চিত করে।
এনআরবি ইজি হল বিশ্বব্যাপী অনাবাসী বাংলাদেশিদের (এনআরবি) জন্য বিশেষভাবে তৈরি একটি অ্যাকাউন্ট, যা গ্রাহকরা বিদেশ থেকে তাৎক্ষণিকভাবে এই অ্যাকাউন্ট খুলতে এবং এনআরবি ক্লিক মোবাইল অ্যাপের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে এটি পরিচালনা করতে পারবেন।
এই পণ্যগুলি চালু করার মাধ্যমে, এনআরবি ব্যাংক পিএলসি দেশে এবং বিদেশে বাংলাদেশিদের জন্য উদ্ভাবনী, গ্রাহক-কেন্দ্রিক আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।