শিরোনাম

South east bank ad

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে বেসিক ব্যাংকের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

 প্রকাশ: ২৯ জুন ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে বেসিক ব্যাংকের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে বেসিক ব্যাংক লিমিটেড এর ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার ২৮ জুন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সম্মেলন কক্ষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এবং বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ আনিসুর রহমান এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবদুল্ল্যাহ হারুন পাশা, যুগ্ম সচিব ও মন্ত্রণালয়ের এপিএ সমন্বয়কারী রুকসানা হাসিন, উপসচিব মাকছুমা আকতার বানু, বেসিক ব্যাংকের উপ-ব্যস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম, মহাব্যবস্থাপক মোঃ ইছমাইলসহ মন্ত্রণালয়, বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: