উইকন প্রপার্টিজ ও এমটিবির মধ্যে সমঝোতা স্মারক সই
চট্টগ্রামের মেহেদিবাগে পিটুপির প্রধান কার্যালয়ে সম্প্রতি উইকন প্রপার্টিজ লিমিটেড ও মিউটুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
উইকন প্রপার্টিজের এমডি মোস্তফা আশরাফুল আলম আলভী ও এমটিবির হেড অব এসএমই অ্যান্ড রিটেইল শাফকাত হোসাইন এতে সই করেন।
এ সময় ব্যাংকের হেড অব বিজনেস মো. তৌফিক আলম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব কার্ড বিসনেস মো. আবু বকর সিদ্দিক, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এডিসি মো. রবিউল আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডব্লিউবিডি (চট্টগ্রাম) সৈয়দ মাহমুদা আকতার, চট্টগ্রামের রিজিওনাল হেড মোহাম্মদ ইসহাক, পিটুপির সিইও ফাহিম চোধুরী, পিটুপি ফ্যামেলির পরিচালক প্রকৌশলী মাহাদী ইফতেখার, হেড অব অপারেশন অ্যান্ড বিজনেস রুবাইয়েত আবেদীন এবং পিটুপির ফাইন্যান্স ম্যানেজার সাখাওয়াত হোসাইন প্রমুখ।