মিল্ক ভিটার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মিল্ক ভিটা প্রধান কার্যালয়ে গতকাল রোববার প্রতিষ্ঠানটির ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।
বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মো. মশিউর রহমান ও সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাস।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান শেখ আব্দুল হামিদ লাবলু, ব্যবস্থাপনা কমিটির সদস্য হোসনে আরা, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব চন্দন কুমার দে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিএসএম জাফরউল্লাহ্, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসএম ফেরদৌস আলম, বাংলাদেশ পুলিশের ডিআইজি মো. আসাদুজ্জামান, অতিরিক্ত নিবন্ধক মো. আহসান কবির, নাজিম উদ্দিন হায়দার, আব্দুল্লা আল হাদী, আব্দুস সামাদ ফকির, তপন কুমার ঘোষ, মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক (যুগ্ম সচিব) অমর চান বণিক প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু।