সনি-র্যাংগসের সনি ব্রাভিয়া জে-সিরিজ এলইডি টিভি এখন বাজারে
সম্প্রতি কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশে আয়োজিত এক অনুষ্ঠানে ‘সনি ব্রাভিয়া জে-সিরিজ’ এলইডি টিভি বাংলাদেশে আনুষ্ঠানিক বাজারজাত ঘোষণা করেছে র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড, সনি-র্যাংগস নামে যা বহুলভাবে পরিচিত।
এ সময় উপস্থিত ছিলেন র্যাংগস ইলেকট্রনিকসের চেয়ারম্যান আকতার হোসেন, ভাইস চেয়ারপারসন সাচিমি হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একরাম হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বিনাস হোসেন।
উক্ত অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে বিশ্বের প্রথম কগনেটিভ ইন্টেলিজেন্স টিভি ‘সনি ব্রাভিয়া জে-সিরিজ’-এর যাত্রা শুরু হলো। নতুন সিরিজের টিভিগুলো ৪৩ থেকে ৮৫ ইঞ্চি পর্যন্ত সাইজে পাওয়া যাবে।