ব্যাংক এশিয়া অসহায় মানুষের কল্যাণার্থে সেনা কল্যাণ সংস্থাকে ৫০ লাখ টাকা অনুদান
সারাদেশে নভেল করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের কল্যাণার্থে সেনা কল্যাণ সংস্থাকে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে ব্যাংক এশিয়া।
সম্প্রতি রাজধানীর মহাখালীতে এসকেএস টাওয়ারে সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, এনডিসি, পিএসসির কাছে এ অনুদানের চেক হস্তান্তর করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি তানফিজ হোসেন চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।