২ বছরেরও বেশি সময় ধরে বন্ধ মিথুন নিটিংয়ের উৎপাদন
দেশে বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিং অ্যান্ড ডাইংয়ের উৎপাদন বন্ধ রয়েছে দুই বছরেরও বেশি সময় ধরে। বেপজা ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি লীজ চুক্তি বাতিলের পর বন্ধ হয়ে যায় উৎপাদন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি জানায়, ২০১৯ ও ২০২০ সালের বার্ষিক আর্থিক হিসাব নিরীক্ষা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তারা অঅনুষ্ঠিত বার্ষিক সাধারন সভা (এজিএম) আয়োজনের জন্য উচ্চ-আদালতে আবেদন করবেন।
প্রসঙ্গত, প্রায় দুই বছরের বেশি ধরে মিথুন নিটিংয়ের উৎপাদন বন্ধ থাকলেও কোম্পানিটির শেয়ার দর কমেনি। গত ১ মাসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৩ টাকা ৭০ পয়সা থেকে ২২ টাকা।