ক্যান্সার সোসাইটি হসপিটালে হাইয়েস অ্যাম্বুলেন্স দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক
বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোমকে অনুদান হিসেবে একটি হাইয়েস অ্যাম্বুলেন্স দিয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।
সম্প্রতি ব্যাংকের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. এমএ হাইয়ের কাছে এ অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেওয়া হয়।
এ সময় শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা ও মোহাম্মদ ইউনুছ, এমডি ও সিইও এম. শহীদুল ইসলাম, বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোমের প্রকল্প পরিচালক ও যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মো. সামছুদ্দোহা (শিমু) এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।