শিরোনাম

South east bank ad

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ও ডককিউর হেলথ টেক লিমিটেডের মধ্যে চুক্তি সই

 প্রকাশ: ০২ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

সম্প্রতি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ও ডককিউর হেলথ টেক লিমিটেডের মধ্যে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি সই করেছে।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রকিবুল করিম এবং ডককিউর হেলথ টেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার মো. হাফিজুর রাহমান নিজ নিজ কোম্পানির পক্ষে এ চুক্তিতে সই করেন।

এছাড়া ডককিউর হেলথ টেক লিমিটেডের পক্ষ থেকে চিফ অপারেটিং অফিসার (সিওও) রাহাত বিন মাহবুব, হেড অব বিজনেস শামস ইস্তিহাদ এবং গার্ডিয়ান লাইফের পক্ষ থেকে চিফ অপারেটিং অফিসার (সিওও) শামীম আহমেদ, হেড অব ডিজিটাল চ্যানেল অ্যান্ড এডিসি ইয়াসিন আরাফাত এবং এভিপি ও ডিজিটাল চ্যানেল অ্যান্ড এডিসি আরিফুল হক, এভিপি চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ চুক্তি অনুসারে, ডককিউর হেলথ টেক লিমিটেড গার্ডিয়ান লাইফের সঙ্গে অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশন চ্যানেল হিসেবে যুক্ত হয়েছে। এ যৌথ উদ্যোগ দেশে ‘মাইক্রো হেলথ ইন্স্যুরেন্সের ক্রমবর্ধমান জনপ্রিয়তার মধ্যে গ্রাহকদের জন্য আকর্ষণীয় মূল্যে উদ্ভাবনী এবং উপযুক্ত ডিজিটাল জীবন বীমা পণ্য সরবরাহ করবে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: