শিরোনাম

South east bank ad

সিআইএস-বিসিসিআই এর ২০২১-২০২৪ সময়কালের ত্রি-বার্ষিক মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত

 প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

সিআইএস-বিসিসিআই এর ২০২১-২০২৪ সময়কালের ত্রি-বার্ষিক মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত

কমনওয়েথ অব ইনডিপেন্ডেন্ট এস্টেট- বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিআইএস-বিসিসিআই) এর ২০২১-২০২৪ সময়কালের ত্রি-বার্ষিক মেয়াদের সম্প্রতি নির্বাচন অনুষ্ঠিত হয়।

গত ২৩ শে জানুয়ারী ১৭ জন পরিচালককে নির্বাচন বোর্ড নির্বাচিত ঘোষনা করে এবং ২৫ শে জানুয়ারী নির্বাচিত পরিচালকদের মধ্যে ১ জন সভাপতি, ১ জন সিনিয়র সহ-সভাপতি ও ১ জন সহ-সভাপতি নির্বাচিত হন। এতে মোহাম্মদ হাবিব উল্ল্যাহ ডন পুনরায় সভাপতি নির্বাচিত হন, মোহাম্মদ আলী দ্বীন সিনিয়র সহ-সভাপতি ও যাদব দেবনাথ সহ-সভাপতি নির্বাচিত হন।

কমনওয়েথ অব ইনডিপেন্ডেন্ট এস্টেট- বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিআইএস-বিসিসিআই) এর ২০২১-২০২৪ সময়কালের ত্রি-বার্ষিক মেয়াদের সমগ্র নির্বাচনের চুড়ান্ত ফলাফল ২৫ শে জানুয়ারী ঘোষনা করা হয়। অন্যান্য পরিচালকগন যথাক্রমে-
* দীলিপ কুমার আগর ওয়ালা
* হেলেনা জাহাঙ্গীর
* মোঃ মোশাররফ হোসেন
* সৈয়দ শামিম রেজা
* ডাঃ লকিয়ত উল্ল্যাহ
* তৌহিদা সুলতানা
* সাফকাত হায়দার
* রাশেদুল হোসেন চৌধুরী
* ডাঃ যশোদা জীবন দেবনাথ
* এনামুল হক
* সালমা হোসেন
* শেখ ফয়েজ আলম
* আব্দুল লতিফ সরকার
* কাসফিকুর রহমান

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: